চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত মীরসরাই উপজেলার শিক্ষার্থীদের সংগঠন মীরসরাই স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জিল্লুর রহমান। বর্তমান সভাপতি মাহির চৌধুরী ব্যস্ততার কারণে নিজ দায়িত্ব থেকে সরে আসার পর জিল্লুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) সংগঠনটির সদ্য সাবরক সভাপতি মাহির চৌধুরী ও উপদেষ্টা পরিষদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমি ব্যাক্তিগত কারণে মীরসরাই স্টুডেন্ট এসোসিয়েশনে আমার দায়িত্বপ্রাপ্ত পদে আগামীতে থাকতে পারছিনা। আমি আমার প্রাণের সংগঠনের প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমার উক্ত পদ থেকে অব্যহতি গ্রহণ করছি এবং উক্ত পদের দায়িত্বভার পূর্ণভাবে বর্তমান ২নং সহ-সভাপতি জিল্লুর রহমানকে অর্পণ করলাম।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাহির চৌধুরীকে সভাপতি ও মোস্তাইন বিল্লাহকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা করা হয়। এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইফতেখায়রুল ইসলাম।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন