বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

অসহযোগ আন্দোলনের সমর্থনে চবি ছাত্রদলের লিফলেট বিতরণ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩

প্রিন্ট করুন

চবি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জনগণ ইতোমধ্যে এই ডামি নির্বাচন বর্জন করছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করব।

তিনি আরও বলেন, দেশে সহাবস্থানের রাজনীতির পরিবেশ নেই। দেশে গণতন্ত্রের নামে একতরফা নির্বাচনের নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এই স্বৈরাচারী সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন