সিএন প্রতিবেদক: আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলে চট্টগ্রামের ১৬ আসনের বিভিন্ন কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিষ্ফোরণের মতো ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়াও পুলিশের সঙ্গে ভোটদানে বাধা দিতে আসা বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
![](https://chalamannewyork.com/wp-content/uploads/2024/01/vot-2.jpg)
সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ায় সময় পুলিশ ধাওয়া দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন পুলিশ। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং ভোট বর্জনের দাবিতে স্লোগান দেয় তারা।
![](https://chalamannewyork.com/wp-content/uploads/2024/01/vot-4.jpg)
এদিকে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়া পৌরসভার মডেল হাইস্কুল কেন্দ্রে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ২টি ককটেল বিস্ফোরণ হয়। পরে অবিস্ফোরিত ৩টি ককটেল নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
অপরদিকে সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুড়া আহমদিয়া পাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উত্তেজনা তৈরি হলে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি হয়।
![](https://chalamannewyork.com/wp-content/uploads/2024/01/vot-1.jpg)
চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।। এসময় দুইপক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হন।
![](https://chalamannewyork.com/wp-content/uploads/2024/01/vot-3.jpg)
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্র মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কেন্দ্র প্রধান ও এজেন্টকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে নৌকার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সকালে ভোট শুরু আগেই তাকে একটি বাড়িতে আটকে রাখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মীরা।
সিএন/এএইচ
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন