বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চট্টগ্রামের বিভিন্ন আসনের কেন্দ্রে সংঘর্ষ-গোলাগুলি-ককটেল বিষ্ফোরণ

রবিবার, জানুয়ারী ৭, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদক: আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হলে চট্টগ্রামের ১৬ আসনের বিভিন্ন কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিষ্ফোরণের মতো ঘটনার খবর পাওয়া গেছে। এছাড়াও পুলিশের সঙ্গে ভোটদানে বাধা দিতে আসা বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় বিএনপি নেতাকর্মীরা ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ায় সময় পুলিশ ধাওয়া দিলে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন পুলিশ। এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং ভোট বর্জনের দাবিতে স্লোগান দেয় তারা।

এদিকে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সাতকানিয়া পৌরসভার মডেল হাইস্কুল কেন্দ্রে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ২টি ককটেল বিস্ফোরণ হয়। পরে অবিস্ফোরিত ৩টি ককটেল নিস্ক্রিয় করা হয়। এ ঘটনায় ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

অপরদিকে সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুড়া আহমদিয়া পাড়া এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উত্তেজনা তৈরি হলে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি হয়।

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র ফুলকপি প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।। এসময় দুইপক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্র মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কেন্দ্র প্রধান ও এজেন্টকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে নৌকার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সকালে ভোট শুরু আগেই তাকে একটি বাড়িতে আটকে রাখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্মীরা।

সিএন/এএইচ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন