কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি অর্জন করেছেন জামিলা রহমান। চলতি বছরের জুলাইয়ে তিনি এ ডিগ্রি অর্জন করেন।
জামিলা রহমান ২০১৪ সালে সিলেটের ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আইজিসিএসই ও সিলেট ইন্টারন্যাশনেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৬ সালে বিভিন্ন বিষয়ে এ প্লাস পেয়ে এ লেভেলস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি আইইএলটিএস সেন্টার আম্বরখানা শাখা থেকে ২০১৭ সালে আইইএলটিএস পরীক্ষায় আট দশমিক পাঁচ স্কোর অর্জন করেন।
ইউনিভার্সিটিতে পড়াকালীন জামিলা নেদারল্যান্ডের পানি শোধনাগার প্রতিষ্ঠানে ইন্টার্নশীপ সমাপ্ত করেছেন। বর্তমানে তিনি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ডিলোইত্তিয়ে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট হিসেবে চাকরি পেয়েছেন।
জামিলা রহমানের বড় বোন হাফসা রহমানও ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ হার্টফর্ডশায়ার থেকে ২০১৮ সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এখন তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে ইউকে-তে কর্মরত আছেন।
জামিলা রহমান সিলেট নগরীর রাজারগলী দরহামহল্লা নিবাসী ট্রাভেল এজেন্টস ব্যবসায়ী রোটারিয়ান মো. তৈয়বুর রহমান (নানু) ও সামদিনা রহমান দম্পতির (রুমি) কন্যা। তার পিতা-মাতা ভবিষ্যতে মেয়েদের আরো সফলতা অর্জনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন