বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

লিডসে বিপর্যস্ত ভারত, ইনিংস ব্যবধানে হারল কোহলিরা

শনিবার, আগস্ট ২৮, ২০২১

প্রিন্ট করুন
লিডসে বিপর্যস্ত ভারত ইনিংস ব্যবধানে হারল কোহলিরা 1

চলমান ডেস্ক: পারল না ভারত। তৃতীয় দিনে প্রত্যাবর্তনের আশা দেখালেও শেষ পর্যন্ত পারল না কোহলিরা। লিডসে সিরিজের তৃতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারল তারা।

ভারত দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৭৮ রানে। আগের দিনের রানের সঙ্গে মাত্র ৬৩ রান যোগ করতেই ভারত বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে। এর আগে প্রথম ইনিংসে ভারতের গুটিয়ে গিয়েছিল ৭৮ রানে। তাই ম্যাচে তারা ইনিংস ও ৭৬ রানে হারে। কোহলিদের এই হারে সিরিজ ১-১-এ সমতা আনে ইংল্যান্ড।

বল হাতে দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন অলি রবিনসন। পাঁচ উইকেট শিকার তাঁর। ক্রেগ ওভারটন নেন ৩ উইকেট।

ইংল্যান্ডের চেয়ে বিশাল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন রোহিত শর্মা (৫৯), বিরাট কোহলি (৫৫) এবং চেতেশ্বর পূজারা (৯১)। দ্বিতীয় উইকেটে রোহিতকে নিয়ে পূজারা ৮২ রানের পার্টনারশিপ গড়ার পরে দিনের শেষে পূজারা-বিরাট জুটি অপরাজিত ছিল আরও ৯৯ রান যোগ করে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৫ জন হাসপাতালে

চতুর্থ দিনে ভারত বেশক্ষণ লড়াই করতে পারেনি। দিনের শুরুতেই পূজারাকে লেগ বিফোর করেন অলি রবিনসন। কিছুক্ষণ পরেই কোহলিকেও ফেরান তিনি।

এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। জাদেজা ওয়ানডের মেজাজে কোনোমতে ৩০ করলেও বাকিরা দাঁড়াতেই পারেনি। লর্ডসে ইতিহাস গড়ার পরের ম্যাচেই এমন বিপর্যয়ের মুখে পড়বে কোহলিরা, কেউ ভাবতেই পারেনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন