বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল আইআইইউসির প্রক্টরিয়াল বডি

মঙ্গলবার, জানুয়ারী ২৩, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাস সংলগ্ন এলাকার অধিবাসীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়টির প্রক্টরিয়াল বডি।

সোমবার (২১জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইফতেখার উদ্দিন, প্রক্টরিয়াল বডির সদস্য মো. আমজাদ হোসাইন, মোস্তফা আমির ফয়সাল, মো. খোরশেদ আলী, মো. মারুফুল ইসলাম ও মো. মহসিন।

এ বিষয়ে প্রক্টরিয়াল বডির সদস্য মো. খোরশেদ আলী বলেন, ‘সমাজের দরিদ্র মানুষগুলোর প্রতি আমাদের সবারই দায়বদ্ধতা আছে। আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি, তাহলে অসহায় শীতার্ত মানুষদের কষ্ট একটু হলেও কমানো সম্ভব। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই শীতবস্ত্র বিতরণ করেছি।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন