বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণীর মৃত্যু, সিলেট সদর সোসাইটি অফ আমেরিকার শোক

মঙ্গলবার, জানুয়ারী ৩০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রতী নামের এক বাংলাদেশি তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে সিলেট সদর সোসাইটি অফ আমেরিকার নেতৃবৃন্দ।

রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাতে ব্রতী মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ১৮ বছর।

ব্রতীর গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। তিনি সিলেটের চৌহাট্টার সেন্ট্রাল ফার্মেসীর অন্যতম সত্বাধিকারী বাসু-বহ্নি দম্পতির কনিষ্ঠা কন্যা।

এদিকে ব্রতীর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সদর সোসাইটি অফ আমেরিকার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্য সচিব নাসিম চৌধুরী। এক শোক বার্তায় তাঁরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন