বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চবির একজন এলামনাই হিসেবে উপাচার্যের দায়িত্ব যথাযথভাবে পালন করব: অধ্যাপক আবু তাহের

বুধবার, মার্চ ২০, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের বলেছেন, ৪৬ বছর আগে এ বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি; আজ উপাচার্যের দ্বায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দ্বায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একজন এলামনাই হিসেবে তা যথাযথভাবে পালন করব।

বুধবার (২০ মার্চ) দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় ও সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অধ্যাপক আবু তাহের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ গড়তে এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে স্ব স্ব দ্বায়িত্ব সুচারুরূপে পালনের আহবান জানান। এসময় উপাচার্য বর্তমান সরকারের গৃহীত শিক্ষাকর্মসূচীর আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পরিবেশ, গবেষণার উৎকর্ষতা সাধন, প্রশাসনিক শৃংখলা, ভৌত ও অবকাঠামো উন্নয়নসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের সকল পর্ষদকে সচল রেখে এ বিশ্ববিদ্যালয় পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৯ তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ড. আবু তাহের। এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক এমিরেটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও দুই উপ-উপাচার্য উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন