ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার চূড়ান্ত হয়েছে তারিখ। ব্যাপারটি চূড়ান্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।
সব জল্পনা কাটিয়ে আগামী ১৯ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিন হবে। মিশা সওদাগরের আবেদনের প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ পরিবর্তন করে ১৯ এপ্রিল করা হয়েছে।
বলে রাখা ভাল, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বিভিন্ন ঘটনায় বিতর্কের জন্ম দিলেও এর পূর্বে ১৯ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তবে, পরে সেটি পরিবর্তন করে ২৭ এপ্রিল করা হয়। তবে, ফের সেই পূর্বের তারিখটিই ঘুরেফিরে বহাল রয়েছে।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল পাঁচটায়। মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকাল চারটা পর্যন্ত। মনোনয়ন দাখিল করা যাবে ২ এপ্রিল বিকাল চারটা পর্যন্ত। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ১ মে বিকাল পাঁচটায়।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন