সিএন প্রতিবেদন: স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) রাতে গুলশানের বাসা থেকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়।
মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রাতে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
সবশেষ গত ১৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল খালেদা জিয়াকে। পর দিন ১৪ মার্চ রাতে তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন