শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইসরায়েলে হামলার তথ্য যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস করে সৌদি আরব!

সোমবার, এপ্রিল ১৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ইসরায়েলে ইরানের হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের কাছে ফাঁস করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী পত্রিকার বরাতে ইসরায়েলের সংবাদপত্র হারেৎজ এই তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসরায়েলে হামলার দুই দিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা। যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছিল।

প্রতিবেদন থেকে জানা যায়, বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল, ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয়।

হামলার সময় যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ প্রতিরোধের সঙ্গে জড়িত ছিল, তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল জর্ডান। শুধু তা-ই নয়, ইসরায়েলের দিকে ছোড়া ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে জর্ডান নিজেদের যুদ্ধবিমান দিয়েও সহযোগিতা করেছে।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন