শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চবির এফ রহমান হলের নতুন প্রাধ্যক্ষ ড. আলী আরশাদ, প্রীতিলতার ড. লায়লা খালেদা

রবিবার, এপ্রিল ২১, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এ এফ রহমান ও প্রীতিলতা হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী। অন্যদিকে প্রীতিলতা হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা আঁখি।

রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত দুইটি আলাদা পত্রে তাদের নিয়োগ প্রদান করেন।

নিয়োগ প্রাপ্ত দুই প্রাধ্যক্ষ আগামী এক বছর দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তাঁরা বিধি মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন