সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম। তিনি আগামী এক বছর এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (৩০ মে) বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম বলেন, আমাকে চাকসু কেন্দ্রের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে যোগদানও করেছি৷ আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি, এজন্য সবার সহযোগিতা চাই।
রেজাউল করিম এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রাধ্যক্ষ, প্রক্টর (ভারপ্রাপ্ত), সহকারী প্রক্টর, চবি শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদকসহ বেশকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন