সিএন প্রতিবেদন: সৌদি আরবে ১৪৪৫ সনের জিলহজের মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৬ জুন) চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে চাঁদ দেখা গেছে নাকি দেখা যায়নি সেটি নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটল।
এর আগে গালফ নিউজসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, চাঁদ দেখা যায়নি। তারা ১৭জুন সৌদিতে ঈদুল আজহা উদযাপনের কথা জানায়।
তবে কিছুক্ষণ পর দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায় আল হারিকে একজন চাঁদ দেখার দাবি করেছেন। এর কিছুক্ষণ পর গালফ নিউজ জানায়, সুপ্রিম কোর্ট জানিয়েছে সৌদিতে চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আগামী ১৬ জুন পবিত্র ঈদুল আজহার প্রথম দিন এবং ১৫ জুন আরাফাত দিবস হওয়ার ঘোষণা দেয়।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন