ঢাকা: গান কপিরাইটের অভিযোগে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে ব্যান্ড সংগীত শিল্পী মাহফুজ আনাম জেমসের করা মামলার আবেদন গ্রহণ করেননি আদালত
রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে জেমস বাদী হয়ে মামলার আবেদন করেন। এ সময়ে বিচারক মামলাটি গ্রহণ না করে থানায় দায়ের করার পরামর্শ দেন। পরে দুপুর একটার দিকে তিনি বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল গণ মাধ্যমকে বলেন, ‘আজ জেমস বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেছিলেন। শুনানির সময় বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে আদালতে আসতে বলেছেন।’
তাপাস কুমার আরো বলেন, ‘মামলায় জেমসের অনুমতি ছাড়া তার গান নিজেদের নামে কপিরাইট করে রেখেছে বাংলালিংক। এ বিষয়ে জানার পর জেমস আদালতে উপস্থিত হয়ে মামলার আবেদন করেন। আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।’
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন