বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মোবাইল ইন্টারনেটে পিছিয়েছে বাংলাদেশ, এগিয়ে ব্রডব্যান্ডে

সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১

প্রিন্ট করুন
Photo Ookla Report Bangladesh lags behind in mobile internet ahead in broadband 1

বিশ্বব্যাপী ব্রডব্যান্ড সংযোগের গতি বৃদ্ধির হারে এগিয়েছে বাংলাদেশ। ইন্টারনেটের গতির এ চিত্র উঠে এসেছে সম্প্রতি ওকলা প্রকাশিত বৈশ্বিক সূচকে। অথচ মোবাইল ইন্টারনেটের বৈশ্বিক গড়ে অনেক খারাপ অবস্থানে রয়েছে দেশ।  

সম্প্রতি আন্তর্তাজাতিক গবেষণা প্রতিষ্ঠান ওকলা এক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের জুলাই থেকে এ বছরের জুলাই সময়কালে ব্রডব্র্যান্ডে বাংলাদেশের এ বৃদ্ধির হার ৪২ দশমিক ৫৯ শতাংশ। আর ৩১ দশমিক ৮৭ শতাংশ বৈশ্বিক ব্রডব্র্যান্ড সংযোগের গতি বেড়েছে।

ব্রডব্র্যান্ডে স্পষ্টতেই বাংলাদেশ এগিয়েয়েছে। আশ্চর্যজনকভাবে মোবাইল ইন্টারনেটে দেশের গতি বাড়ার হার মাত্র ১৫ দশমিক ৩৮ শতাংশ। এ গড় বৈশ্বিক গড়ের মাত্র এক চতুর্থাংশ। বৈশ্বিক মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে ৫৯ দশমিক পাঁচ শতাংশ মাত্র। আর ইন্টারনেটের গতিতে শীর্ষ স্থানীয় দশটি দেশের তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, কাতার, চীন, সাইপ্রাস, নরওয়ে, সৌদি আরব, কুয়েত, অষ্ট্রেলিয়া ও বুলগেরিয়া।

ওকলার জুলাইয়ের প্রতিবেদন বলছে, বৈশ্বিক গড় গতি ছিল ৫৫ এমবিপিএস। অথচ দেশে মোবাইল ইন্টারনেটের গতি ছিল ১২ দশমিক ছয় এমবিপিএস।  

প্রতিবেদন বলছে, গত বছরের জুলাইয়ে মোবাইল ইন্টারনেটের ডাইনলোডের গড় গতি ছিল সেকেন্ডে দশ দশমিক ৯২ মেগাবাইট (এমবিপিএস)। আর এ বছরের জুলাইয়ে তা বেড়ে হয়েছে মাত্র ১২ দশমিক ছয় এমবিপিএস। একই সময়কালে বৈশ্বিক মোবাইল ইন্টারনেটের ডাউনলোডের গতি ছিল ৩৪ দশমিক ৫২ এমবিপিএস। এ বছরের জুলাইয়ে এসে এটি বেড়ে হয়েছে ৫৫ দশমিক শুন্য সাত এমবিপিএস।

প্রতিবেদন বলছে, ‘মোবাইল ইন্টারনেটের গতির সূচকে বাংলাদেশ সবসময়ই পিছিয়ে রয়েছে। জুনের প্রতিবেদন অনুযায়ী ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৫তম।

ওকলার প্রতিবেদনে বিশ্বের নানা দেশের গড় ইন্টারনেট গতির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এক মাসের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী মাসের মাঝামাঝি প্রতিবেদনে তা প্রকাশ করে তারা। জুলাইয়ে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল ১২ দশমিক ছয় এমবিপিএস। আর বৈশ্বিক গড় গতি ছিল ৫৫ এমবিপিএস।

নিউজ রিলিজ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন