শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের উদযাপনে হামলার আশঙ্কা, গোয়েন্দা সতর্কতা জারি

বৃহস্পতিবার, জুলাই ৪, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের উদযাপনে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ জন্য আগেভাগে সতর্কতা জারি করা হয়েছে। উদযাপনকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। সংবাদ ডেইলি মেইলের।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। গোয়েন্দা সংস্থা এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটি সতর্কতা জারি করে বলেছে, ‘ছুটির দিনটি উদযাপন করার সময় উদযাপনকারীদের সম্ভাব্য আক্রমণের জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।’

নিরাপত্তা সংস্থাগুলো আরো বলেছে, ‘একক আক্রমণকারী ও ছোট চরমপন্থি গোষ্ঠীগুলো সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। যে কোন ভিড় বা বহু লোকের সমাগম তাদের ‘আকর্ষণীয় লক্ষ্যবস্তু’।’

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচন ও চলমান ইসরাইল-হামাস যুদ্ধের কারণে দেশজুড়ে তীব্র উত্তেজনা হামলার ঝুঁকি বাড়িয়ে তুলেছে ও একক ব্যক্তির আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি নেয়াও কঠিন।

বৃহস্পতিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৪৮তম স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালের এ দিনে ব্রিটিশ শাসন থেকে দেশটির ১৩টি রাজ্য স্বাধীনতা ঘোষণা করে। ১৭৭৭ সালের ৮ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডেলফিয়ায় ৪ জুলাই প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ১৭৭৬ সালের ২ জুলাই ভোট দেয় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুই দিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস। কিন্তু ব্রিটেনের সাথে পৃথক হতে ২ আগস্ট চূড়ান্ত স্বাক্ষর অনুষ্ঠিত হলেও ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য ২৫ হাজার মার্কিনি এবং ২৭ হাজার ব্রিটিশ ও জার্মান সেনা জীবন দেন। স্বাধীনতা দিবসের আয়োজনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এ স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।

স্বাধীনতা দিবসের উৎসব কেন্দ্র করে প্রতি বছর দেশটিতে কুচকাওয়াজ ও কনসার্টের আয়োজন করা হয়। অন্যতম আকর্ষণ হিসেবে থাকে চোখ ধাঁধানো আতশবাজি।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন