বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

ধীরগতি নিয়ে ১০ দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট

রবিবার, জুলাই ২৮, ২০২৪

প্রিন্ট করুন
Photo Ookla Report Bangladesh lags behind in mobile internet ahead in broadband 1

সিএন প্রতিবেদন: ঢাকা থেকে প্রকাশিত একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করেন খাইরুল ইসলাম। কাজের স্বার্থে ২৪ ঘণ্টাই মোবাইল ইন্টারনেটের প্রয়োজন হয় তার। ১৮ জুলাই সন্ধ্যা থেকে মোবাইলে ডাটা চালাতে পারছিলেন না তিনি।

অবশেষে ১০ দিন বন্ধ থাকার পর বাংলাদেশে চালু হয়েছে ফোরজি নেটওয়ার্ক। তবে গ্রাহকদের অভিযোগ ইন্টারনেট চালু হলেও গতি একেবারেই কম। যদিও অপারেটররা বলছেন, ধীরে ধীরে গতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। এদিকে মোবাইল ইন্টারনেট চালু হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, এক্স (সাবেক টুইটার) বন্ধ রয়েছে।

রোববার (২৮ জুলাই) বিকেল ৩টার কিছু সময় আগে থেকেই মোবাইল ফোনে ইন্টারনেট চালু হয়। পাশাপাশি গ্রাহকদের বিনামূল্যে ৫ জিবি ডাটা প্রদান করা হয়।

এর আগে বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে বিকেল ৩টা থেকে মোবাইল ইন্টারনেট চালু করে দেওয়া হবে বলে ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তারও আগে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোবাইল অপারেটরগুলোর কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। সেখানে এ সিদ্ধান্ত হয়।

এদিকে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় অনেক গ্রাহকের ডাটা প্যাকেজ কেনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে। গ্রাহকদের এ ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিনদিন। ইন্টারনেট চালুর পর এ ডাটা প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে সব অপারেটরের সিমে চালু হয়ে যাবে।

সিএন/এমটি

Views: 1

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন