মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ড্রেসিং টেবিল কেনার সময় যে বিষয়গুলি বিবেচনায় রাখা উচিত

রবিবার, জুলাই ২৮, ২০২৪

প্রিন্ট করুন
ড্রেসিং টেবিল

ড্রেসিং টেবিলকে একটা বেডরুমের প্রাণ বলা যায়। বাইরে যাবার আগে পরিপাটি হতে ড্রেসিং টেবিলের কোনো বিকল্প নেই। কাজের পাশাপাশি ঘরের সৌন্দর্য বর্ধনেও ড্রেসিং টেবিল বেশ ভূমিকা রাখে। তবে ড্রেসিং টেবিল হলেই যে ঠিকমত ব্যবহার করা যাবে এমনটা মোটেও না। সঠিক ড্রেসিং টেবিল বাছাই করতে না পারলে ঘরের জায়গা ও সঞ্চয় নষ্ট করার পাশাপাশি বেশ কিছু অসুবিধায় পড়তে হয়। তাই আজকের গাইডে আমরা জানাবো ড্রেসিং টেবিল কেনার সময় কোন কোন বিষয়গুলি বিবেচনায় রাখা উচিৎ। তবে তার আগে জেনে নিই একটা পরিপূর্ণ ড্রেসিং টেবিলে ঠিক কি কি কাজ করতে পারবেন।

ড্রেসিং টেবিলের মাধ্যমে কি কি কাজ করা যায়?

যদিও সবার জানা ড্রেসিং টেবিল কি কি কাজে ব্যবহৃত হয়, তবুও আমরা সবচেয়ে সাধারণ কাজগুলোর একটা তালিকা করেছি।

  • উপরের কেবিনেটে বিভিন্ন প্রসাধনী সামগ্রী রাখার জায়গা পাওয়া যায়
  • ড্রয়ারে দরকারি কাগজপত্র ও এক্সেসরিজ রাখার জায়গা থাকে
  • আয়নাতে দেখে নিজের জামাকাপড়ের ত্রুটি ঠিক করা যায়
  • অন্যান্য ফার্নিচারের মত লিভিং রুম বা বেডরুমকে পরিপূর্ণতা দেওয়া যায়
  • ড্রেসিং টেবিলের সীটারে বসে কথা বলা ও কাজ করা যায়

কিভাবে ভালো ড্রেসিং টেবিল কিনবেন?

প্রত্যেকটা ফার্নিচার কেনার সময় কিছু নির্দিষ্ট বিষয় যাচাই করে কিনতে হয়। আপনার রুমে ফিট করে সবার নজর কাড়বে এমন ড্রেসিং টেবিল পেতে হলে ড্রেসিং টেবিল ডিজাইন, আকার, গুণগত মাণ, রঙ, পরিবেশ বান্ধব কিনা এসব ভাল করে অনুসন্ধান করে নিতে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কেন এসব যাচাই করা গুরুত্বপূর্ণ? কারণ শো রুমে যে ড্রেসিং টেবিলই দেখা যায় সব সুন্দর লাগে। কিন্তু প্রকৃতপক্ষে আপনার বাসার ভাবগাম্ভীর্যের সাথে ড্রেসিং টেবিলের ব্যাক্তিত্ব না মিললে সুবিধার চেয়ে অসুবিধা বেশি হয়। এবারে চলুন কি কি দেখে ড্রেসিং টেবিল কিনবেন তা বিস্তারিত জেনে নিই।

১. ডিজাইন দেখে নেওয়া

বর্তমান সময়ে কোনো কিছুর বাহ্যিক সৌন্দর্য মানুষের মনে একটা বড় প্রভাব ফেলে। ড্রেসিং টেবিলও তার ব্যতিক্রম নয়। বাজারে বিভিন্ন রকম ডিজাইনের ড্রেসিং টেবিল পাবেন। কিছু কাঠের বাহারি নকশা দেওয়া, আবার কিছু ছিমছাম মডার্ন গড়নের। বর্তমানে মডার্ন ড্রেসিং টেবিল বেশ জনপ্রিয়তা পেয়েছে। এগুলোতে অনেক কমপার্টমেন্ট আর ফাংশনালিটি থাকে। আপনি সেকালের পুরনো বাসায় থাকলে কাঠের বাহারি ডিজাইন আর নতুন অ্যাপার্টমেন্টে থাকলে মডার্ন ডিজাইনের ড্রেসিং টেবিল নেওয়া উচিৎ।

২. সঠিক আকার দেখে নেওয়া

বাসার সাইজের সাথে ড্রেসিং টেবিলের সাইজ সামঞ্জস্য হওয়া জরুরি। নয়তো বড় ড্রেসিং টেবিল কিনে ঘরে চলাফেরা করার পর্যাপ্ত জায়গা থাকেনা। আবার রুমের তুলনায় ড্রেসিং টেবিল ছোট হলে বেশ ফাঁকা ও বিষাদময় একটা আবহ চলে আসে। তাই এমন ড্রেসিং টেবিল কিনতে হবে যাতে পর্যাপ্ত জিনিস রাখার জায়গা ও থাকবে, আবার জায়গামত রাখার পর আপনার চলাফেরার পথে কোনোরকম বাঁধা তৈরি হবে না। আর অবশ্যই আয়নায় সবকিছু পরিষ্কারভাবে দেখা যায় এরকম ড্রেসিং টেবিল কিনতে হবে।

৩. গুণগত মান যাচাই করা

সেরা মানের ফার্নিচার নির্মাতা কোম্পানিগুলো ইমপোর্টেড ভিনিয়ার্ড কাঠ দিয়ে ড্রেসিং টেবিল নির্বমাণ করে। কোল্ড স্টিলের ধাতব পাতগুলো জাপানিজ সিএনসি মেশিনে খুব সুন্দরভাবে কেটে পোলিশ করা হয়। আপনার ড্রেসিং টেবিলে এরকম গুণগত মান না থাকলে খুব অল্প সময়ে আবহাওয়াজনিত কারণে কাঠ নষ্ট হয়ে যেতে পারে। তাই আগে দেখে নিতে হবে ড্রেসিং টেবিল তৈরির উপাদানসমূহ কি কি। বাংলাদেশে হাতিল, আখতার ফার্নিচার, নাভানা এসব কোম্পানি সবথেকে সেরা গুণগত মান নিশ্চিত করে।

৪. স্বস্তিদায়ক রঙ বাছাই করা

সবারই প্রিয় কোনো রঙ থাকে। কিন্তু ড্রেসিং টেবিল কেনার সময় দেখতে হবে আপনার বাসার দেওয়াল ও বেডশিটের সাথে ড্রেসিং টেবিলের রঙ মিলছে কিনা। অনেকে খুব বেশি রঙচঙা ড্রেসিং টেবিল কিনে, যা বাইরের মানুষ ভাল ভাবে নিতে পারে না। আপনাকে মনে রাখতে হবে রঙ নির্বাচন আপনার রুচির প্রকাশ করবে। তাই নিজের ব্যক্ত্বিত্ব ও বাড়ির আবহের সাথে খাপ খাইয়ে নেবার মত রঙের ড্রেসিং টেবিল কিনবেন। মডার্ন ড্রেসিং টেবিলগুলো হালকা ও পরিষ্কার রঙের হয়ে থাকে।

৫. পরিবেশ বান্ধব কাঠের ড্রেসিং টেবিল কেনা

আমাদের পরিবারের সদস্যরা যেন অসুস্থ না হয় সেটা দেখার বার আমাদের। প্রায়শঃই দেখা যায় কেমিক্যাল মিশ্রিত রঙ, বার্নিশ ও কাঠের কারণে বিভিন্ন শারীরিক সমস্যা হয়। কিছু কেমিক্যাল এতটাই সক্রিয় যে আশেপাশের পরিবেশেরও মারাত্বক ক্ষতি করে। তাই এমন ড্রেসিং টেবিল কেনা উচিৎ যা আপনাকে শারীরিকভাবে কোনো ক্ষতি করবে না। 

কিভাবে ভাল ড্রেসিং টেবিল খুঁজে পাবেন?

প্রতিযোগীতামুখর বাজারে সব কোম্পানিই নিজেদের তৈরি ড্রেসিং টেবিলকে সেরা বলে এগিয়ে রাখতে চাইবে। তাই ভাল জিনিস কিনতে কিছু পদ্ধতি অবলম্বন করা শ্রেয়। যেমনঃ গুগলে ‘dressing table price in bangladesh’ সার্চ করলে সেরা কোম্পানিগুলোর প্রোডাক্ট প্রথমে দেখতে পারবেন। একইভাবে সার্চ করে নিকটস্থ ফার্নিচার শপের নাম ও ঠিকানা পেয়ে যাবেন। 

পাশাপাশি, কোম্পানিগুলোর ওয়েবসাইটে থ্রিডি ছবি দেওয়া থাকে যা দেখে বোঝা যায় জিনিস কেমন হবে। এরপর গুগলে বা মার্কেটপ্লেসে কোনো প্রোডাক্টের রিভিউ দেখে নিতে পারেন। অনেকে তো বিভিন্ন জিনিসের রিভিউ শেয়ার জন্য ফেসবুক গ্রুপ খুলে থাকে। চাইলে সেখানে অন্যের পরামর্শ নিতে পারেন। এক্ষেত্রে ভুল মানুষের পরামর্শ থেকে সাবধান থাকতে হবে।

শেষ ভাবনা

আধুনিক এই যুগে সবাই স্মার্ট ও ফাংশনাল জিনিস পছন্দ করে। মডার্ন ড্রেসিং টেবিলগুলো এমনভাবে বানানো হয় যে কিছু টেবিলকে আপনি পড়াশোনার কাজে আর কিছু টেবিলকে চেস্ট অব ড্রয়ারের মত স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। তাই অবশ্যই আমাদের দেওয়া টিপসগুলোর পাশাপাশি আরো বিভিন্ন বিষয় বিবেচনা করে ড্রেসিং টেবিল কিনবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন