বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

উপহার সামগ্রী নিয়ে বন্যা দুর্গতদের পাশে চবি ছাত্রদল

মঙ্গলবার, আগস্ট ২৭, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বন্যা দুর্গতদের মাঝে উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা

মঙ্গলবার (২৭ আগস্ট) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে হাটহাজারীর গড়দুয়ারা ও মেখল এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘‘আমরা প্রতিটি উপজেলায় সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়েছি। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখব। আমাদের উদ্দেশ্য হচ্ছে, বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়ানো।”

আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, ‘‘আমাদের এই কার্যক্রম বর্তমান ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত নয়। আমরা বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই। তবে ছোট পরিসরের আয়োজন হলেও আমাদের এ উদ্যোগ বন্যাদুর্গতদের সমস্যা কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে আশাবাদী।”

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন