শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

সেলুন পাঠাগার বিশ্বজুড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান গোলাম মাওলা মুরাদ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১

প্রিন্ট করুন
242882886 289331416338470 170677259444357455 n 1

নোয়াখালী: অবসরে বই পড়ুন এ শ্লোগানে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেলুনে আগত সেবাগ্রহীদের বই পড়ায় উদ্ধুদ্ধ করতে বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর সুপার মার্কেটের ফেস ওয়াস সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র প্রতিষ্ঠাতা, কবিতা ঘরের পরিচালক লেখক ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. এনামুল হক। এতে বিশেষ অতিথি ছিলেন আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

মো. এনামুল হক বলেন, ‘সেলুনের মত জায়গায় পাঠাগার স্থাপন, এমন ভিন্নধর্মী আয়োজন এর আগে কখনোই দেখি নি। প্রযুক্তির উৎকর্ষতা বাড়ায় বর্তমান যুগে বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। বই পড়ায় পাঠক সৃষ্টি করতে ব্যতিক্রমী এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

বই পড়ায় আগ্রহী করে পাঠক তৈরিতে এ পাঠাগার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গোলাম মাওলা জসিম জানান, ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এসবে কারণে তারা হারাচ্ছে বই পড়ার অভ্যাস। দিন দিন হারিয়ে যাচ্ছে পাঠক। পাঠক বিমুখতা দূর করতে ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ পাঠাগার স্থাপন করার প্রয়াস। নরসুন্দরদের কাছে নিজেদের বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সেলুনে যায় নানা বয়সের মানুষ। অনেক সময় বসে ঘন্টা খানেক অপেক্ষা করতে হয়। এ সময়টুকু যাতে বই পড়ে কাজে লাগাতে পারে, তাই এ প্রয়াস। এতে পাঠক বিমুখতা দূর হবে।

প্রাথমিকভাবে তিনটি দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা বিশ্বে তা ছড়িয়ে দিতে কাজ করছেন বলে জানান গোলাম মাওলা মুরাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সান ফ্লাওয়ার ইন্সুইরেন্স নোয়াখালীর জিএম শাহাবুদ্দিন, এনএলআই সিকিউরিটিজ কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ইনচার্জ আবু সায়েদ সুমন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা মাইজদীকোর্ট নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। করোনা মহামারীর কারণে কার্যক্রম বন্ধ থাকলেও ফেস সেলুনে তা বিতরণের মাধ্যমে ফের এ কার্যক্রমের সূচনা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন