রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির রিমান্ডে

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর রমনা মডেল থানা ও ভাষানটেক থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবুকে আটক করে পুলিশ। একইদিন রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন