শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

২ ঘণ্টা ওত পেতে ছিলেন বন্দুকধারী, ট্রাম্পকে হামলাকারী নিয়ে যা জানা যাচ্ছে

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

প্রিন্ট করুন

ফ্লোরিডার পাম বিচ এলাকায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। এবার হামলাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো তদন্তকারীরা।

কেন্দ্রীয় তদন্তকারীরা বলছেন,গলফ মাঠের কাছে ঝোপের ভেতর প্রায় ১২ ঘণ্টা লুকিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের সন্দেহভাজন হত্যাচেষ্টাকারী। তার কাছে ছিলো ২টি ডিজিটাল ক্যামেরা, একটি কালো রঙের প্লাস্টিকের খাবারের ব্যাগ ও একটি আধা-স্বয়ংক্রিয় বন্দুক। বন্দুকটি থেকে প্রায় ৪৪০ গজ দূরে গুলি ছোড়া সম্ভব ছিলো।

তদন্তকারীদের দাবি, বন্দুকধারী কোনো গুলি ছোড়েননি। গলফ মাঠ ঘিরে রাখা নিপুণভাবে সাজানো ঝোপ ও লম্বা পাম গাছের আড়ালে লুকিয়ে ছিলেন তিনি।

ফেডারেল কর্মকর্তারা বলেছেন, টের পেয়ে সিক্রেট সার্ভিসের সদস্যরা গুলি চালালে অভিযুক্ত পালিয়ে যায়।

এদিকে ট্রাম্পের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারের পর সোমবার রায়ান রুথ নামে এক অভিযুক্তকে পাম বিচের আদালতে হাজির করা হয়। তিনি এক সময় নির্মাণশ্রমিক ছিলেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরু করার পর এ যুদ্ধে অংশ নিতে ইউক্রেন যাওয়ার আগ্রহ দেখিয়েছিলন তিনি।

এর আগেও অপরাধমূলক ঘটনায় জড়িয়েছিলেন ওয়েসলি রুথ। ২০২২ সালে নর্থ ক্যারোলাইনার বাড়িতে একটি স্বয়ংক্রিয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ট্রাম্পের ওপর হামিলার ঘটনায় তার বিরুদ্ধে ২টি অভিযোগ আনা হয়েছে। পরে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্রাম্প বলেন, ‘আমরা গাড়িতে উঠলাম এবং বেশ ভালোভাবেই চলে এলাম। আমি নিরাপত্তাকর্মীর সঙ্গে ছিলাম এবং তিনি চমত্কার কাজ করেছেন।’

তদন্তকারীরা বলছেন, বন্দুকধারী কোনো গুলি ছোড়েননি। গলফ মাঠ ঘিরে রাখা নিপুণভাবে সাজানো ঝোপ ও লম্বা

গত বছর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েসলি রুথ জানিয়েছিলেন, যুদ্ধে অংশ নিতে তিনি ইউক্রেন গিয়েছিলেন। তবে বয়সের কারণে তাঁকে যুদ্ধে অংশ নিতে নিরুৎসাহিত করা হয়েছিল।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, ২০২২ সালের এপ্রিলে কিয়েভের স্বাধীনতা চত্বরে এক বিক্ষোভে দেখা গিয়েছিল রুথকে। সে ঘটনার একটি ভিডিও চিত্র রয়েছে তাদের কাছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন