শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

পায়ে হেঁটেই যোগদান করতে গেলেন চবির নতুন উপাচার্য

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: পরনে সাদা পাঞ্জাবি, কাঁধে ঝোলানো ব্যাগ। ধীরে পায়ে হেঁটে চলেছেন এক ব্যক্তি। তাঁর পেছনে পেছনে আসছেন কয়েকজন লোক। প্রথম দেখায় কোন আগন্তুকের পথচলার দৃশ্য মনে হলেও আদৌতে তা নয়। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপাচার্য অধ্যাপক ড মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের যোগদান করতে যাওয়ার দৃশ্য।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ তম উপাচার্য হিসেবে যোগদান করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

উপাচার্য পদে যোগদানের ক্ষেত্রে অন্যান্য উপচার্যরা নির্ধারিত গাড়ি হাঁকিয়ে আসলেও অধ্যাপক ইয়াহ্ইয়া আখতারের বিষয়টি ছিল ব্যতিক্রম। তিনি উপাচার্য পদে যোগদান করতে বাস ভবন (ভিসি বাঙলো) থেকে পায়ে হেঁটে উপাচার্যের কার্যালয়ে আসেন।

বিষয়টিকে ব্যতিক্রম বলছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। তাদের মতে, নতুন উপাচার্য যোগদানের সময় যে ব্যতিক্রমী কাজ করেছেন, সবসময়ই যেন এরকম কাজ করে বিশ্বিবদ্যালয়টিকে এগিয়ে নেন।

সিএন/এমটি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন