সোমবার, ১১ নভেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে সুদের হার কমলো, আমেরিকানদের স্বস্তি

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

প্রিন্ট করুন

নিজস্ব প্রতিবেদক: বিগত কয়েক বছর যুক্তরাষ্ট্রে অত্যাধিক হরে বেড়েছে সুদের হার। যার প্রভাব পড়েছে বাজারগুলোতেও। সুদের হারের কারণে যেমন বেড়েছে দ্রব্যমূল্যের দাম তেমনি বেড়েছে খরচও। এবার দীর্ঘ আলোচনার পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ০.৫ শতাংশ কমিয়েছে। যার ফলে সাধারণ মানুষের নিত্যদিনের খরচ কিছুটা কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

বুধবার (১৮ সেপ্টেম্বর) টানা দুই দিনের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার এখন ৪.৭৫ থেকে ৫ শতাংশের মধ্যে করা রয়েছে। যা আমেরিকানদের মাসিক ক্রেডিট কার্ড, ব্যক্তিগত, বন্ধকি এবং অন্যান্য ঋণের খরচ কিছুটা কমাবে বলে মতামত বিশেষজ্ঞদের। এ ছাড়া শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে মুনাফাও বাড়বে বিনিয়োগকারীদের।

ফেডারেল রিজার্ভ চেয়ার জেরোম পাওয়েল বলেছন, আমরা ধারণার বাইরের সুদের হার কমিয়েছি। মুদ্রাস্ফীতির সাথে লড়াই করতে মার্কিন অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। এছাড়া আমাদের চাকরির বাজারও যথেষ্ট শক্তিশালী রয়েছে। আমরা আশা করি নতুন এই পদক্ষেপ আমেরিকানদের স্বস্তি দিবে।

এর আগে, গত দুই বছরে টানা ১১ বার সুদের হার বাড়িয়েছিলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। যা আমেরিকানদের আর্থিক খরচের পাশাপাশি বাড়িয়েছিলো নিত্যদিনের খরচও।

Views: 21

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন