নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকস হাইটসের জাইভার্সিটি প্লাজায় প্রথম বারের মত রঙ্গিন আয়োজনে প্রেসিডেন্সিয়াল ডিবেট পার্টি হয়েছে। গেল ১০ সেপ্টেম্বর বিশালাকার এলইডি মনিটরে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্সিয়াল ডিবেট দেখার এ আয়োজন করে রাজনৈতিক প্লাটফরম পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেস।
ডিবেট শুরুর পূর্বে বক্তব্যে পিপল আপের প্রেসিডেন্স আবু জাফর মাহমুদ বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার বোধ জাগ্রত করতে উৎসবমুখর পরিবেশে এ ডিবেট ওয়াচ পার্টির আয়োজন। এ আয়োজনে এলইডি মনিটরে পিপল আপের বিভিন্ন কর্মতৎপরতাও তুলে ধরা হয়।’
পার্টিতে যোগ দেন নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামোস ও স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা।
প্রতিক্রিয়ায় তারা বলেন, ‘গণমানুষের স্বার্থে এ ডিবেট ওয়াচ পার্টির আয়োজন করে আবু জাফর মাহমুদ বরাবরের মতই তার রাজনৈতিক নেতৃত্বের অসাধারণত্ব উপস্থাপন করেছেন। এটি ডেমোক্রেটিক দলের কুইন্স কাউন্টি কমিটি মেম্বার পদে নির্বাচিত নেতার দূরদর্শী রাজনৈতিক পদক্ষেপ।’
পার্টিতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন