ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার (২২ সেপ্টেম্বর) রাশিয়ার সঙ্গে আড়াই বছরের যুদ্ধের অবসানে কিয়েভের তার পরিকল্পনা উপস্থাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সংবাদ এএফপির।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের কাছে জেলেনস্কি তার ভাষায় ‘বিজয় পরিকল্পনা’ প্রস্তাব উপস্থাপন করবেন।
গ্রীষ্মের তীব্র যুদ্ধের পর তিনি যখন এ সফর করছেন, তখন মস্কো পূর্ব ইউক্রেনে দ্রুত অগ্রসর হচ্ছে ও কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলকে ধরে রেখেছে।
রাশিয়ার ভূখন্ডের ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়ার জন্য ইউক্রেন কয়েক সপ্তাহ ধরে পশ্চিমাদের ওপর চাপ দিয়ে যাচ্ছে। তবে, এখনো পর্যন্ত এতে কোন লাভ হয়নি।
বৃহস্পতিবার তারা হোয়াইট হাউসে মিলিত হলে, জেলেনস্কি বাইডেনকে তার মন পরিবর্তন করতে রাজি করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।
জেলেনস্কি তার যুক্তরাষ্ট্র সফরের প্রথম ধাপে, রোববার (২২ সেপ্টেম্বর) পেনসিলভেনিয়ায় একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেন; যা অতি প্রয়োজনীয় ১৫৫ মিমি কামানের গোলা তৈরি করে।
জেলেনস্কি রোববার (২২ সেপ্টেম্বর) এক্সে (পূর্বে টুইটার) দেয়া পোস্টে বলেছেন, ‘আমি প্ল্যান্টের সব কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রে আমার সফর শুরু করেছি।’
পোস্টটিতে প্ল্যান্টের শ্রমিকদের সঙ্গে তার করমর্দনের ছবিও যুক্ত রয়েছে, সেখানে তিনি বলেন, ‘উৎপাদন বৃদ্ধি করা হয়েছে।’
‘এটি এমন জায়গায়, যেখানে আপনি সত্যিই অনুভব করবেন যে, গণতান্ত্রিক বিশ্ব জয়ী হতে পারে।’ তিনি লিখেছেন।
এরপর তিনি নিউইয়র্ক ও ওয়াশিংটন সফর করবেন।
জেলেনস্কি বলেন, ‘আগামী সপ্তাহেগুলোতে সিদ্ধান্ত নেয়া হবে যে, ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ; যা হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তা কীভাবে শেষ হবে।’
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন