শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ-কানাডার সম্পর্ক জোরদারে নিউইয়র্কে তৌহিদ ও মেলানির আলোচনা

বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বাংলাদেশ অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে দুই দেশের সম্পর্ক জোরদার করার বিষয়ে বৈঠক করেছেন।

বৈঠককালে উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো গভীর করার উপায়গুলো অন্বেষণ করেন এবং বাংলাদেশের অন্তর্বতী সরকারের অধীনে চলমান সংস্কার উদ্যোগের জন্য কানাডার সমর্থনের ওপর জোর দেন।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন ও বহুপাক্ষিক সহযোগিতার বিস্তৃত ব্যাপার নিয়ে আলোচনা করা হয়।

মেলানি জলি ক্রান্তিকালে বাংলাদেশকে সহায়তা করার জন্য কানাডার অঙ্গিকার পুনর্ব্যক্ত এবং মানবাধিকার, টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজনের মত গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বাড়াতে তার সরকারের আগ্রহের কথা জানান।

বৈঠকটি বাংলাদেশের এমন এক ক্রান্তিকালে অনুষ্ঠিত হয়েছে, যখন অন্তর্বর্তী সরকারের অধীনে প্রশাসন ও অর্থনৈতিক খাতে উল্লেখযোগ্য সংস্কার চলছে। এসব সংস্কারের জন্য আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করতে কানাডার মত অংশীদারদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন