চলমান ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে, তার ভাষণটি হবে বাংলায়। সরকার প্রধান হিসেবে জাতিসংঘে এটিই হবে তার প্রথম ভাষণ।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাসস বলছে, জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত যুগান্তকারী পরিবর্তনের কথা তুলে ধরবেন।
পাশাপাশি, কি পরিস্থিতিতে তিনি সরকার পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পরিবর্তিত সময়ে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তাঁর ভাষণে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে বাসস বলেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ভাষণটি হতে যাচ্ছে যুগান্তকারী একটি ভাষণ এবং এটি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে বলে তিনি আশা করছেন। প্রেস সচিব জানান, নোবেল বিজয়ী ড. ইউনূস বাংলায় ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান।
অধিবেশনে যোগদানের ফাঁকে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্বের অন্যান্য নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন।
ভাষণ শেষে শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টার দেশের পথে রওয়ানা হওয়ার কথা রয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন