নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আনন্দ-উদ্দীপনার সঙ্গে ফ্রেন্ড সোসাইটির বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে। কুইন্স প্যালেসে এই পার্টি হয়। এতে বিভিন্ন শ্রেণি পেশার বাঙালি প্রবাসীরা অংশ নেন।
উপস্থিত প্রবাসীরা বলেন, জ্যাকসন হাইটস বাঙালিদের একটি প্রাণের স্থান। এটা একটি বাঙালি পাড়ার মতো। এখানে আমাদের প্রায়ই আসা হয়। আমরা সবাই একসঙ্গে এখানে উপস্থিত হই। এটি একটি মিলনমেলায় পরিণত হয়। এমনঅনুষ্ঠান বাঙালিদের মাঝে ঐক্যবদ্ধতা সৃষ্টি করে।
পার্টিতে উপস্থিত ছিলেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট, ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান এম এ আজিজ। বিশিষ্ট চিকিৎসক ডা. তৌহিদ শিবলী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফাহাদ সোলাইমান, শাহ জে চৌধুরী, নূরুল আজিম, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, ফখরুল ইসলাম দেলোয়ার, বিল্লাল চৌধুরী, ইসতিয়াক রুমি, মীর নিজামরুল হক, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী প্রমুখ!
অনুষ্ঠানে এম আজিজ বলেন, এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। কারণ আমেরিকার মতো জায়গায় এমন আয়োজনগুলো আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন ও একতা সৃষ্টি করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেড আর চৌধুরী লিটু এবং পরিচালনা করেন মঞ্চুর মোর্শেদ, কাজল, মিয়া মোহাম্মদ দুলাল, খায়রুল খোকন।
অনুষ্ঠান এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্টিতে বারবিকিউ ছাড়াও ডিনারের ব্যবস্থা ছিল।
সিএন/এমটি
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন