বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

চুল পড়া কমাবে এ তিন ধরনের তেল

শনিবার, অক্টোবর ৫, ২০২৪

প্রিন্ট করুন

লাইফস্টাইল ডেস্ক: চুল পড়ার সমস্যা ছোট-বড় সকলেরই। অনবরত বৃষ্টিতে এ সমস্যা আরো বেড়ে যায়। তবে, সামনে যদি থাকে উৎসব তাহলে তো এর সমাধান দ্রুতই দরকার। সামনে আসতে চলেছে পূজা। এ সময় সকলে নিজের দিকে খেয়াল দিচ্ছেন। যত্নআত্তি করছেন নিজের। এ সময় চুল সুন্দর রাখার উপায় হিসেবে আপনাকে সমাধান দেবে তিন ধরনের তেল।

অনেকে চুল ঝরা নিয়ে ভাবেন। তবে, এর কিছু প্রধান কারণ রয়েছে। যেমন বয়সজনিত কারণ, বংশগত সমস্যা অথবা হরমোনের তারতম্যের কারণেও চুল ঝরে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। অনিয়মিত চুল ঝরে গেলে তা সত্যি চিন্তার ব্যাপার। তবে, কারণ যাই হোক না কেন, এ সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে এ তিন প্রাকৃতিক তেল।

নারকেল তেল: চুল হোক বা ত্বক, যে কোন সমস্যার জন্য নারকেল তেলের থেকে ভাল বিকল্প আর কিছু হতে পারে না। নারকেল তেলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিডের মত প্রয়োজনীয় এমন কিছু উপাদান, যার চুলের জন্য ভীষণ উপকারী। প্রতিদিন নিয়ম করে নারকেল তেল মাখলে চুল পড়া যেমন বন্ধ হয়ে যায়, তেমন অন্য দিকে চুল হয়ে ওঠে ঝলমলে।

ক্যাস্টর অয়েল: চুল ঝরে যাওয়ার হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে ক্যাস্টর অয়েল। প্রতিদিন এ তেল স্ক্যাল্পে মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ও চুলের গোড়া শক্ত হয়। আপনার মাথার যে অংশে চুল কম, সেই অংশে এ তেল লাগাতে শুরু করুন আজ থেকেই। তবে, এ তেল যেহেতু ভারী, তাই বেশি তেল একসাথে লাগাবেন না।

আমন্ড অয়েল: চুল ঝরে যাওয়ার সমস্যা থাকলে আমন্ড অয়েলও মাখতে পারেন আপনি। এ তেলের মধ্যে থাকা ভিটামিন ই এবং ডি চুল পড়া কমাতে ও নয়া চুল গজাতে সাহায্য করে। নিয়মিত এ তেল চুলে মালিশ করলে চুলের যে কোন সমস্যা দূর হয়ে যাবে। তাই, উৎসবের পূর্বে এ নিয়ম মানলে আপনি ঝরঝরে চুল পাবেন।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন