শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ইরানে হামলা চালাতে চায় ইসরাইল, বাইডেনের না

শনিবার, অক্টোবর ৫, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ইসরাইলে ব্যাপক হামলার উত্তরে ইরানকে চরম প্রতিশোধের হুমকি দিয়েছে তেল আবিব। এ প্রেক্ষিতে অনেকে ধারণা করছে, তেল আবিব তেহরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে। তবে, ইরানের পরমাণু স্থাপনায় ইসরাইলের হামলার ব্যাপারটি সমর্থন করছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গেল এপ্রিলের পর ১ অক্টোবর মঙ্গলবার ইসরাইলে ইরান দ্বিতীয় দফা হামলা চালায়। ইরানের প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলার এক দিন পর বাইডেন এমন মন্তব্য করেছেন।

মূলত ইসরাইলের হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ্র প্রধান হাসান নসরুল্লাহ্র মৃত্যুর উত্তরে তেল আবিবের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালায় তেহরান। হাসান নসরাল্লাহ ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ আলী খামেনির ঘনিষ্ট বন্ধু।

ইরানের হামলার পর এর পাল্টা উত্তর দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘তেল আবিবে হামলা চালিয়ে তেহরান বড় ভুল করেছে। তাদেরকে এর চড়া দাম দিতে হবে।’

এরপর বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন, ‘ইসরাইল ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পারে। বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ থিঙ্ক ট্যাংকের ইরান সংক্রান্ত পরিচালক আলী ভায়েজ আল জাজিরাকে বলেছেন, ‘ইরানের পরমাণু কর্মসুচির সাথে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেই হামলার আশঙ্কা সবচেয়ে বেশি।’

তবে, আলী ভায়েজ মনে করেন, ইরানের সাথে সৃষ্টি হওয়া সঙ্কট কুটনৈতিকভাবে নিরসনের চেষ্টা হলে ইসরাইল তা মোটেও মেনে নেবে না। তার মতে ইরানের মিত্র হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এ কারণে ইরানের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা এখন সবচেয়ে বেশি।

তিনি আরো বলেন, ‘ইসরাইলকে রক্ষায় কাজ করছে ওই অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনারা। এ পরিস্থিতিতে ইরানে পরমাণু স্থাপনায় হামলা চালানোর সুযোগ সামনে আর নাও আসতে পারে।’

গেল বুধবার (২ অক্টোবর) পশ্চিমা মিত্রদের সাথে কথা বলার পর জো বাইডেন সাংবাদিকদের জানান, তিনি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোকে সমর্থন করবেন না।

তিনি বলেছেন, ‘শুধু বাইডেনই নন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাজ্য অর্থ্যাৎ জি-৭ গ্রুপের নেতারাও এতে সমর্থন দেবেন না।’

এ দিকে, হোয়াইট হাউস আরো জানিয়েছে, বাইডেনসহ জি-৭ নেতারা ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ব্যাপারে কথা বলেছেন।

ইসরাইলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা তেল আবিবের সাথে যৌথভাবে প্রতিহতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। বরাবরের মত ইসরাইল যুক্তরাষ্ট্রকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। তেহরানে সরাসরি পাল্টা হামলা চালানোর জন্য বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছে বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ‘তেহরানের হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেল আবিবের সাথেধ যৌথভাবে ইরানের তেল শোধনাগারগুলোতে ব্যাপক হামলা চালানো উচিত।’

আরেক রিপাবলিকান সিনেটর টম কটন জানিয়েছেন, তেল আবিবের পাশে দাঁড়িয়ে অভিন্ন শত্রু ইরানকে মোকাবেলা করা।

রিপাবলিকান আইন প্রণেতারা যুদ্ধের আহ্বান জানালেও এখনো নিশ্চুপ ডেমোক্র্যাটরা।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন