চলমান ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার ব্যবধান কমে ৩ শতাংশে দাঁড়িয়েছে। সম্প্রতি প্রকাশিত রয়টার্স-ইপসসের জরিপে দেখা গেছে, কমলার প্রতি ৪৬ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে, যেখানে ট্রাম্প পেয়েছেন ৪৩ শতাংশ সমর্থন। আগের মাসে এই ব্যবধান ছিল ৬ শতাংশ।
বিশ্লেষকরা জানান, সাম্প্রতিক অর্থনৈতিক বিষয়াবলি এবং ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত মন্তব্যের কারণে তার প্রতি সমর্থন বাড়ছে। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ ভোটার জীবনযাত্রার ব্যয়কে প্রধান সমস্যা মনে করছেন এবং এর মধ্যে ট্রাম্প ৪৪ শতাংশ ভোটারের কাছে বেশি সমর্থন পেয়েছেন।
এদিকে, কমলার প্রতি ভোটারের মধ্যে ৪২ শতাংশ মনে করেন তিনি ধনী ও সাধারণ নাগরিকের মধ্যে পার্থক্য তুলে ধরতে সক্ষম, যেখানে ট্রাম্পের প্রতি সমর্থন ৩৫ শতাংশ।
নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে উভয় প্রার্থী, এবং ৫ নভেম্বরের নির্বাচনে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার সম্ভাবনা রয়েছে। জরিপে অংশ নেওয়া ভোটারদের ৫৫ শতাংশ কমলাকে মানসিকভাবে শক্তিশালী মনে করেন, ট্রাম্পের ক্ষেত্রে এই সংখ্যা ৪৬ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, চলমান পরিস্থিতিতে দুই প্রার্থীর মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হবে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন