বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

চলতি মাসের প্রথম ১২ দিনে এলো সাড়ে ৯৮ কোটি ডলার রেমিট্যান্স

সোমবার, অক্টোবর ১৪, ২০২৪

প্রিন্ট করুন

চলমান ডেস্ক: চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ৮৩৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২২ লাখ ১৯ হাজার ডলার বা ৯৮৭ কোটি টাকা।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলা হয়, চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৯৮ কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর সেপ্টেম্বরের একই সময়ে দেশে এসেছিল ১০০ কোটি ৮ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ।

অক্টোবরের প্রথম ১২ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৬৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, অক্টোবরের ৬ থেকে ১২ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫৬ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। আর অক্টোবরের প্রথম ৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৪২ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন