সূর্য হল আলোকিত
নিজের আলোতে
সেই আলোটা ছড়িয়ে দিল
সবার মাঝেতে।।
চাঁদকে দেখ আঁধার রাতে
জ্যোৎস্না মাখে
জোনাকিরা জ্বালায় আলো
শাখে-শাখে।
তারায় তারায় আকাশ সাজে
সাথে-সাথে।।
গোলাপ ফোটে সবার তরে
রঙিন হয়ে
স্নিগ্ধ হাসি রূপের মাঝে
যায় যে বয়ে।
প্রেমের গানে সুর সাজিয়ে
ডাকে কাছেতে।।
মানুষ তুমি সবার তরে
কর্ম সাজাও,
মধুর সুরে আপন করে
গানটা বাজাও।
এই গানে গানে মধুর তানে
যেন হৃদয় মাতে।।
কবি: প্রভাষক, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন