চট্টগ্রাম: এইচএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ছয় হাজার ২৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। জিপিএ- পাঁচ পেয়েছেন দশ হাজার ২৬৯ জন। গেল বার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ। গেল বারের তুলনায় এবার পাসের হার চার দশমিক ১৩ শতাংশ কম।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান।
প্রাপ্ত তথ্যমতে, এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ২৮২টি কলেজ থেকে এক লাখ ছয় হাজার ২৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেন। তাদের মধ্যে এক লাখ পাঁচ হাজার ৪১৬ জন পরীক্ষায় অংশ নেন। এ শিক্ষার্থীদের ৭০ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এবার মোট দশ হাজার ২৬৯ জন শিক্ষার্থী জিপিএ- পাঁচ পেয়েছেন। যা গেল বছরের চেয়ে তিন হাজার ৯৩০ জন বেশি। গেল বছর জিপিএ- পাঁচ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ছয় হাজার ৩৩৯। এবার পাসের হার ও জিপিএ- পাঁচ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্র পাসের হার যেখানে ৭৬ দশমিক ৭২ শতাংশ, সেখানে ছাত্রী পাসের হার ৭২ দশমিক ৪৯ শতাংশ। পাঁচ হাজার ৭৫৯ জন ছাত্রী জিপিএ- পাঁচ পেয়েছেন, সেখানে ছাত্রদের মধ্যে জিপিএ- পাঁচ পেয়েছেন চার হাজার ৫১০ জন।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন