নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের পুনঃপ্রার্থীতার বিষয়ে জনগণকে সতর্ক করেছেন। গতকাল হোয়াইট হাউসের কাছাকাছি তার সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে কমলা বলেন, ট্রাম্প অস্থির, প্রতিশোধপরায়ণ এবং অবাধ ক্ষমতার পেছনে ছুটছেন।
সমাবেশে প্রায় ৭৫ হাজারেরও বেশি মানুষকে উদ্দেশ্য করে কমলা হ্যারিস বলেন, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প কে, ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় উস্কানির পেছনে তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ছিল। এই সমাবেশে কলেজ শিক্ষার্থী, প্রবীণ এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিদেশ থেকে আসা কিছু সমর্থক ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে সমবেত হয়েছিলেন অনেকে।
কমলা ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকি। এ সময় ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র অনেক বড় বিপদে পড়বে বলে মন্তব্য করে সতর্ক করেন কমলা হ্যারিস।
এদিকে নির্বাচনে দিন যত ঘনিয়ে আসছে জনপ্রিয়তা কমছে কমলা হ্যারিসের। রয়টার্স ও ইপসসের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, কমলার সমর্থন কমে ৪৪ শতাংশ থেকে ৪৩ শতাংশে নেমে এসেছে। যদিও জুলাই থেকে তিনি এগিয়ে ছিলেন, তবে সেপ্টেম্বরের পর তার সমর্থন কিছুটা হ্রাস পেয়েছে।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন