শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রে এ নিয়ে ছয় বার জনপ্রতিনিধি নির্বাচিত বাংলাদেশি আবুল খান

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

প্রিন্ট করুন

নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবুল বি খান। এ নিয়ে ছয় বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনি।

রকিংহাম ডিস্ট্রিক্ট-৩০-এ রিপাবলিকান দলের হয়ে প্রতি বারের মত এবারও সর্বোচ্চ ভোট পেয়ে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন আবুল খান। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ৪০০ জনপ্রতিনিধির মধ্যে তিনি অন্যতম।

নির্বাচনের নিয়ম অনুযায়ী চারজন প্রার্থীর মধ্যে যে দুইজন সর্বোচ্চ ভোট পাবেন, তারাই জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সন্তান আবুল খান দুই হাজার ৯৩৯ ভোট পেয়ে সর্বোচ্চ স্থানে আছেন। এরপরেই আছেন রিপাবলিকান পার্টির ম্যাথ সাবিউরিন। তিনি পেয়েছেন ২ হাজার ১১৬ ভোট। নির্বাচনে পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী বব অল ব্রাইট পেয়েছেন এক হাজার ৭২৬ ভোট ও জাস্টিন জি প্যাকার্ড পেয়েছেন এক হাজার ৪৯৬ ভোট।

আবুল খান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি খুবই আপ্লুত। মানুষ আমাকে ছয় বারের মত সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে। আমি রিপাবলিকান থেকে পাস করলেও এখন আমি সর্বস্তরের, সব দলের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব। আমাদের সরকার সব সময়ই কর না বাড়ানোর পক্ষে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির পক্ষে। আমরা সেই লক্ষ্যেই কাজ করব।’

৪৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আবুল বশর খান। তিনি বাংলাদেশ প্রসঙ্গে বলেন, ‘গেল তিন মাসে বাংলাদেশে সংখ্যালঘু জনগণের ওপর যে অত্যাচার ও অন্যায় হয়েছে, তার জন্য আমাদের স্টেটে একটি বিল পাস করব। আমাদের রিপাবলিকান সরকারের মাধ্যমে জানতে চাইব, তার প্রকৃত কারণ ও উত্তরণের জন্য বাংলাদেশ সরকার কী ব্যবস্থা নিচ্ছে।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন