ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে শনিবার (৯ নভেম্বর) রাত থেকেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে পারে এই আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে শুধু ঢাকা মহানগর থেকে এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রোববার (১০ নভেম্বর) সকাল থেকেই ওই এলাকাসহ আশপাশে উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকেই ওই এলাকাসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকা থেকে রোববার (১০ নভেম্বর) সকালে আট আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ছাড়া, আওয়ামী লীগের এক কর্মীকে মারধরের ঘটনাও ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ দিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৯ নভেম্বর) রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত দশজনকে গ্রেফতা করেছে ডিএমপি। এ সময় তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যে কোন চক্রান্ত রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে ডিএমপি। এসব অপকর্মের উস্কানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর শনিবার (৯ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষেই প্রথম বারের মত কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। জিরো পয়েন্ট রোববার (১০ নভেম্বর) বিক্ষোভের ঘোষণা দিয়ে রেখেছে দলটি।
তবে, আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পরপরই তা প্রতিহতের ঘোষণা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একই স্থানে গণজমায়তের ঘোষণা দিয়েছে। রাত থেকে ওই এলাকায় অবস্থান নিয়ে আছে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে জিরো পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের সাথে টহল দিচ্ছে সেনাবাহিনীও। সার্বিক পরিস্থিতিতে অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশের জলকামান প্রস্তুত রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে শনিবার (৯ নভেম্বর) রাত থেকেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নেয় ছাত্র-জনতার ব্যানারে এক দল মানুষ। রাতভর বিক্ষোভে অংশ নিয়ে ছাত্র-জনতা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। রাত ১২টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিরো পয়েন্টে আসেন ইসলামী আন্দোলনসহ কয়েকটি দলের সদস্যরা।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন