সিএন প্রতিবেদন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন “প্লাস্টিকের বিনিময়ে বই” এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বই বিনিময় উৎসব”। এতে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে অর্ধ শতাধিক বই বিনিময় করেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের পুরোনো বই বিনিময়ের মাধ্যমে বইয়ের প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
সংগঠনটির সভাপতি মোবারক হোসেন বলেন, “আমরা যখন পরিবেশ রক্ষার কথা ভাবি, তখন প্লাস্টিকের অপব্যবহার রোধ করা ও পুনর্ব্যবহারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করি। এই বই বিনিময় উৎসব পরিবেশ রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি দৃঢ় করার একটি নতুন উদ্যোগ।”
সাধারণ সম্পাদক আশিফ রায়হান জানান, “বই বিনিময়ের মাধ্যমে আমরা একদিকে যেমন পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিচ্ছি, অন্যদিকে বইয়ের সাথে ভালোবাসার একটি বন্ধন তৈরি করছি। আশা করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি সচেতনতা গড়ে তুলবে।”
বিভিন্ন বিভাগের ও বয়সের শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেন। পরিবেশ বিদ্যা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, “এখানে এসে পরিবেশের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। বইয়ের বিনিময়ে বই পাওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতার এমন একটি উদ্যোগকে সমর্থন করতে পেরে ভালো লাগছে।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমি আক্তার বলেন, “একদম নতুন এই আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিবেশ রক্ষার এমন সুন্দর উদ্যোগে আরও অনেকেই অংশ নেবে বলে আশা করছি।”
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জমজমাট এই উৎসব সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীরা আরও বেশি পরিবেশবান্ধব হওয়ার জন্য অঙ্গীকার করেন।
Views: 15
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন