শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে হুঁশিয়ারি পুতিনের

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

প্রিন্ট করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, তিনি সে সব দেশের বিরুদ্ধে আঘাত হানতে বাধ্য হবেন।’ সংবাদ তাসের।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ হুশিয়ারি দেন।

পুতিন চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দুরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার সীমান্তে নিক্ষেপ করা হয়েছে।’

তিনি বলেছেন, ‘এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর রাশিয়ার অধিকার রয়েছে।’

চলতি সপ্তাহের গোড়ার দিকে কিয়েভ রাশিয়ার সীমান্তে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়া ইউক্রেনের দিনি প্রোশহরে পাল্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুতিন এ মন্তব্য করেন।

পুতিন পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে।’

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেন নেতাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার পর এ যুদ্ধ এখন বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।’

পুতিন অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ‘রাশিয়া এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে।’

পুতিন আরো বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরনের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র হামলার উত্তর দিয়েছে।

পুতিন বলেছেন, ‘এ ধরনের আরো পাল্টা উত্তর দেয়া হবে।’

তিনি বলেছেন, ‘এ ধরনের পাল্টা উত্তর দেয়ার পূর্বে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে।’

পুতিন জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জোবাইডেনের অনুমোদনের পর ইউক্রেন গেল মঙ্গলবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নির্মিত ছয়টি এটিএসিএমএস এবং বৃহস্পতিবার (২১ নভেম্বর) ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়।

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন