নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ‘নাটক মোদের অধিকার/রুখবে নাটক সাধ্য কার’ স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাটক বিষয়ক অনুষ্ঠান করেছে সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’।
শনিবার (১৬ নভেম্বর) কুইন্স লাইব্রেরির মিলনায়তনে এ আয়োজনে ছিল নাটকের গান, প্রবাসে মঞ্চনাটক নিয়ে আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন।
স্বাধীন মজুমদারের স্বাগত বক্তব্যের পর জীবন বিশ্বাসের পরিচালনায় জীবনভিত্তিক বিভিন্ন নাটকের ছয়টি গান সমবেত কণ্ঠে গাওয়া হয়। শিল্পী ছিলেন জীবন বিশ্বাস, সীতেশ ধর, আশালতা দেব, মুক্তা ধর, রুপালি ঘোষ, কে ধর, হ্যারলন্ড লিটন ফিলিপস, শিপ্রা দে, সিফাতউদ্দিন পলক, ক্রিস্টেলা কুইয়া, দীপা দেবনাথ ও দীপ্ত রয়।
দ্বিতীয় পর্বে অভিনেত্রী বন্যা মির্জার সঞ্চালনায় প্রবাসে মঞ্চ নাটকের হাল-হকিকত নিয়ে কথা বলেন অভিনেত্রী রোকেয়া রফিক বেবী।
তিনি তার দীর্ঘ প্রবাস জীবনে মঞ্চনাটক মঞ্চায়নের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। ‘নাট্যকর্মীর সংকট না থাকলেও দর্শকের সংখ্যা বাড়েনি’ বলে মন্তব্য করেন তিনি।
তারপর ওরিয়ানা ফালাসির উপন্যাস ‘লেটার টু অ্যা চাইল্ড নেভার বর্ন’ অবলম্বনে আনু মুহাম্মদের নাটক ‘হাত বাড়িয়ে দাও’ পরিবেশিত হয় হীরা চৌধুরীর পরিচালনা ও নির্দেশনায়। এতে অভিনয় করেন ফেরদৌস ইতি ও হীরা চৌধুরী।
অনুষ্ঠানের নির্দেশনা ও সমন্বয়ে ছিলেন সীতেশ ধর, তানভির আহমেদ, শুকলা রয়, জিয়াউদ্দিন শিপন ও বন্যা মির্জা।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন