বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইমাম কল্যান ট্রাস্টের সদস্য হলেন চবি শিক্ষক ড. হুমায়ুন কবির

বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী। তিনি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

রোববার (২৪ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ৬ ধারা মোতাবেক সরকার কর্তৃক নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি গঠন করা হলো। অন্য কোনরূপ আদেশ জারি না হলে এ বোর্ড অব ট্রাস্টির মেয়াদকাল পত্র জারির তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বৎসর পর্যন্ত বলবৎ থাকবে।

৯ সদস্যের ট্রাস্টি বোর্ডের অন্যান্যরা হলেন, চেয়ারম্যান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (পদাধিকারবলে), ভাইস চেয়ারম্যান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (পদাধিকারবলে)। ছয় জন সদস্য হলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যেকোন একজন অতিরিক্ত সচিব বা উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, রাজশাহীর জামেয়া সালাফিয়ার ইমাম ও খতিব শায়েখ মাওলানা আবদুল্লাহ, সায়েন্স ল্যাবরেটরী মসজিদের ইমাম ও খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফী ও সদস্য সচিব হলেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক।

২০০১ সালের ১৭ জুলাই জাতীয় সংসদে ৫৬ নম্বর আইন দ্বারা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠিত হয়েছে। এ আইনে মোট ১৭টি ধারা আছে। ১৭টি ধারার ক্ষমতাবলে ২০০৪ সালের ২ সেপ্টেম্বরের একটি প্রবিধানমালা প্রণীত হয়।

ট্রাস্ট আইনের ৬ নম্বর ধারা মতে, সরকার প্রজ্ঞাপন বলে তিন বছরের জন্য নয় সদস্যবিশিষ্ট একটি ট্রাস্টি বোর্ড গঠন করেছে। ট্রাস্ট আইন ও প্রবিধানমালার আলোকে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট পরিচালিত হচ্ছে। ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্য সংখ্যা ৬৭ হাজার ৪৬২।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন