সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে নিবিড় সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সঙ্গে ফোনালাপে অস্টিন বলেন, সিরিয়ায় শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবর্তন যুক্তরাষ্ট্র সমর্থন করে। এ ছাড়া আইএস যাতে আবার নিরাপদ আশ্রয়স্থল তৈরি না করতে পারে, সে জন্য যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
গত রোববার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার বিভিন্ন এলাকায় হামলা জোরদার করেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এ পর্যন্ত ইসরায়েল ৫০০টির বেশি হামলা চালিয়েছে।
পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, ইসরায়েলের হামলা এবং সিরিয়ার পরিস্থিতি নতুন সংঘাতে মোড় নিতে পারে। পরিস্থিতি স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন