জর্জিয়া, যুক্তরাষ্ট্র: যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্টের জর্জিয়া প্রবাসী বাংলাদেশিরা। দিবসটি উদযাপনে জর্জিয়ার বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি নিয়েছে।
জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার উদ্যোগে সোমবার (১৬ ডিসেম্বর) গ্লোবাল মল অডিটোরিয়ামে বিজয় মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই দিন বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত দিবসটি উদযাপন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান লদী।
এছাড়া, দিবসটি উপলক্ষে রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জর্জিয়া আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিন সন্ধ্যায় সেবা বাংলা লাইব্রেরির উদ্যোগে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে দেশাত্ববোধক গান ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়েছে।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন