বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

প্রিন্ট করুন

আঙ্কারা, তুরস্ক: আঙ্কারা-সমর্থিত ইসলামী পন্থী দলগুলো সিরীয় সরকারকে উৎখাতের পর তুরুস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানকে সিরিয়ার বেসামরিক নাগরিকদের রক্ষার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

হাঙ্গেরীর জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে বিমানবন্দরে বিদায় জানানোর পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আঙ্কারা বিমানবন্দরের লাউঞ্জে রিসেপ তায়্যিপের সাথে অ্যান্টনি ব্লিঙ্কেন এক ঘন্টারও বেশি সময় ধরে কথা বলেন। সিরিয়ার বেসামরিক নাগরিক ও সংখ্যালঘুদের রক্ষার্থে ব্লিঙ্কেন সিরিয়ার সক পক্ষকে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং নাগরিকদের রক্ষার্থে সম্ভাব্য সকল পন্থা অবলম্বনের কথা পুনর্ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের পরাজয় নিশ্চিত এবং গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সেখানে একটা কোয়ালিশন গঠনের কথা ব্লিঙ্কেন এরদোয়ানকে অনুরোধ করেছেন।

সিরিয়ার এই পট পরিবর্তনে তুরুস্ক তার নিজস্ব নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সেখানকার কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। কুর্দিদের যুক্তরাষ্ট পৃষ্ঠপোষকতা করে থাকে। আইএস বিরোধী যুদ্ধের মূল চালিকাশক্তি হচ্ছে এই কুর্দি বিদ্রোহীরা।  

ব্লিঙ্কেন সিরিয়ার সব সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা রেখে পরবর্তী সরকার গঠনে একটা অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণের কথা বলেছেন। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ব্লিঙ্কেন আগামী মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস ছেড়ে যাবেন।

তুরস্কে যাওয়ার আগে জর্ডানের আকাবা বিমানবন্দরে সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেছেন, ‘সিরিয়ায় বাড়তি সংঘাত আমরা এড়িয়ে যেতে চাই।’

সিএন/আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন