বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশিদের ‘রাস্তার কুকুর’ বলে বিজেপি নেতার কটাক্ষ

রবিবার, ডিসেম্বর ১৫, ২০২৪

প্রিন্ট করুন

সিএন প্রতিবেদন: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের মানুষের কিছু অংশের ভারতবিরোধীতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির সাবেক রাজ‌্য সভাপতি ও সাবেক এমপি দিলীপ ঘোষ। তিনি বাংলাদেশিদের রাস্তার কুকুর ও মশার সঙ্গে তুলনা করে কটাক্ষও করেছেন।

রোববার (১৫ ডিসেম্বর) শিলিগুড়িতে দলীয় সদস্য সংগ্রহ কর্মসূচিতে অংশ নিয়ে দিলীপ ঘোষ এসব মন্তব্য করেন। বিজেপির এই নেতা বলেন, ‘সারা বিশ্বের কতজন মানুষ বাংলাদেশ সম্পর্কে জানে? কিন্তু ভারত সম্পর্কে সবাই জানে। ভারত এখন চীন ও পাকিস্তানের সঙ্গে টেক্কা দিচ্ছে।’

ভারতের কূটনৈতিক অবস্থান সঠিক বলে মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, ‘ভারতের পররাষ্ট্রসচিব সম্প্রতি ঢাকা সফর করেছেন। তিনি বাংলাদেশে অস্থিরতা বন্ধ করতে সরকারকে সরাসরি অনুরোধ করেছেন। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিবিরভাবে পর্যবেক্ষণ করছি।’

ভারতের ওপর বাংলাদেশের নির্ভরতার কথা উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, ‘তারা যা বলছে, তা রাস্তার কুকুরের ঘেউ ঘেউ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশ পানি, খাদ্যশস্য, চিকিৎসা অন্যান্য বিভিন্ন কারণে ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভারতের সহায়তা ছাড়া তারা কীভাবে টিকে থাকবে?’

গত ৫ আগস্ট ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি হয়। এরপর থেকে বিজেপির নেতা বিভিন্ন সময়ে বাংলাদেশবিরোধী বক্তব্য দিচ্ছেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন