গাজা, ইসরাইল: ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। সংবাদ আলজাজিরার।
গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৪৫ হাজার ২৮ জন নিহত এবং এক লাখ ছয় হাজার ৯৬২ জন আহত হয়েছেন।
এদের মধ্যে সবশেষ গেল ২৪ ঘণ্টায় ৫২ ফিলিস্তিনি নিহত ও ২০৩ জন আহত হয়েছেন বলে যোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
রোববার (১৫ ডিসেম্বর) গাজার বেইত হানুনের একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরাইলের বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুসহ দুই সাংবাদিক রয়েছেন বলে জানা গেছে।
রোববার গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলের বর্বরতায় বেশ কয়েকজন ফিলিস্তিনি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলের দাবি, হামাসের অস্ত্র সংরক্ষণাগার ও হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত একটি চিকিৎসালয় লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
রোববার যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয় বেনিয়ামিন নেতানিয়াহুর। গাজায় হামাসের হাতে আটক ইসরাইলি ও বিদেশি বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান নেতানিয়াহু।
সিএন/আলী
চলমান নিউইয়র্ক ফেসবুক পেজ লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন