শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

শিরোনাম

গরম বাতাস

শনিবার, জানুয়ারী ১৮, ২০২৫

প্রিন্ট করুন

শহরে হঠাৎ শীত নেমে এল,

রাস্তায় কয়েকটি পথশিশু গরম বাতাস ফেরি করছে

পলিথিন ব্যাগ খুলে দেখি

এ যে কোনো অজ্ঞাত মানুষের অন্তিম শ্বাস

পথ থেকে কুড়িয়ে পেয়েছে তারা—

কী গরম, টাটকা, ওভেন থেকে বের করা ধোঁয়ার মতো

মিছিলের স্লোগানে প্রকম্পিত হলো ফুসফুস

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন