মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ওয়াশিংটনে পৌঁছেছেন ট্রাম্প, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশ

রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন। আগামীকাল সোমবার শপথ গ্রহণের পরই দায়িত্ব নেওয়ার প্রথম দিনে রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা করেছেন তিনি।

শনিবার (১৮ জানুয়ারি) ইউএস এয়ার ফোর্সের একটি বিশেষ উড়োজাহাজে ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া এবং ছেলে ব্যারনকে নিয়ে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি ভার্জিনিয়ার ওয়াশিংটনের উপকণ্ঠে তার ব্যক্তিগত গলফ ক্লাবে যান। ওই ক্লাবে আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে ট্রাম্পের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রথম দিনেই আমি রেকর্ডসংখ্যক নির্বাহী আদেশে সই করব। এটি সম্ভবত ১০০-এর বেশি হতে পারে।

বিশ্লেষকদের ধারণা, এসব নির্বাহী আদেশ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের নেওয়া নীতি বাতিলের উদ্দেশ্যে করা হবে। এর মধ্যে অন্যতম হলো অবৈধ অভিবাসীদের বিতাড়ন কর্মসূচি, যা ‘খুব দ্রুত’ শুরু হবে বলে ট্রাম্প জানিয়েছেন।

উল্লেখ্য, অস্বাভাবিক ঠান্ডার কারণে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ক্যাপিটল ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। ১৯৮৫ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট ঘরের ভেতরে শপথ নেবেন।

নতুন প্রশাসনের সূচনার সঙ্গে ট্রাম্পের এই কার্যক্রম যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন